রাহাত ফতেহ আলি খান এখন ঢাকায়


প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৮ জানুয়ারি ২০১৫

ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। ২৮ জানুয়ারি সকালে তিনি ঢাকায় পৌঁছান। ২৭ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হওয়া তিন দিনের সুফি উৎসবে গান পরিবেশনের জন্য ঢাকায় এসেছেন।

সুফি ফেস্ট ঢাকা শিরোনামে অনুষ্ঠানটি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত আর্মি জাদুঘরের মাঠে অনুষ্ঠিত হচ্ছে।
 
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা রাহাত ফতেহ আলী খান। তিনি পাকিস্তানের পাশাপাশি বলিউডের ছবিতে গান গেয়ে ভারতেও তুমুল জনপ্রিয়তা পেয়েছেন।

‘পাপ’, ‘ওমকারা’, ‘ওম শান্তি ওম’, ‘লাভ আজকাল’, ‘মাই নেম ইজ খান’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’, ‘রেডি’, ‘বডিগার্ড’, ‘জান্নাত ২’, ‘হিরোইন’, ‘দাবাং’, ‘দাবাং ২’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’সহ বলিউডের অসংখ্য ছবিতে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন রাহাত।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।