ফিলিপাইনের প্রেসিডেন্টের দুঃখ প্রকাশ


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বাজে মন্তব্য করার পর দুঃখ প্রকাশ করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রোদ্রিগো দুতেরতে। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে দুতেরতে জানিয়েছেন বলেন, তার উদ্বেগ ও তীব্র কষ্ট থেকেই এ ধরনের মন্তব্য করেছেন।

বার্তা সংস্থা এপিকে দুতেরতে বলেছেন, আমি যেসব মন্তব্য করেছি সেগুলো মার্কিন প্রেসিডেন্টের ওপর ব্যক্তিগত আক্রমণ মনে হতে পারে। এ জন্য আমি খুবই দুঃখিত।

ফিলিপাইনে মাদক বিরোধী অভিযানে বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের ঘটনা আসিয়ান সম্মেলনে উপস্থাপনের ঘোষণা দেয়ায় ওবামার উদ্দেশে বাজে মন্তব্য করেন রোদ্রিগো। এমনকি এই প্রসঙ্গ তুললে সম্মেলনেও ওবামাকে গালি দেবেন বলে জানান তিনি।

এক বিবৃতিতেওবামাকে বেশ্যাপুত্র বলে গালি দিয়েছেন দুতেরতে। তিনি বলেছেন মানবাধিকার সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের মুখে কোনো লেকচার মানায় না।

তিনি আরো বলেছেন, সে কে? আমি আমেরিকার হাতের পুতুল না। আমি একটি দেশের প্রেসিডেন্ট। আমি ফিলিপাইনের লোকজন ছাড়া আর কারো কাছে কোনো কৈফিয়ত দিব না।

দুতেরতে তার দেশের অশান্তি ও বিশৃঙ্খলার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ি করছেন। তার মতে আমেরিকাও মানবাধিকার লঙ্ঘন করছে। বিশেষ করে সেদেশের শরণার্থীদের দিকে তাকালেই সেটা বোঝা যায়।

এসব মন্তব্যর জন্য ওবামার কাছে দুঃখ প্রকাশ করেছেন দুতেরতে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।