৩৪ সেকেন্ডে দুইবার সূর্যগ্রহণ


প্রকাশিত: ০৪:১৩ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৬

সূর্যগ্রহণ একেবারে স্বাভাবিক ঘটনা হলেও একসঙ্গে দুইবার সূর্যগ্রহণ বিরল এক মহাজাগতিক ঘটনা। তেমন একটি ঘটনাই সম্প্রতি ধরা পড়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসার সোলার ডায়নামিকস অবজারভেটরির (এসডিও) ক্যামেরায়। ১ সেপ্টেম্বর বিরল ঘটনাটি ধরা পড়ে।

১ সেপ্টেম্বর এসডিও ক্যামেরায় দেখা যায়, প্রথমে পৃথিবীর কারণে ও চাঁদের কারণে সূর্যগ্রহণ হয়।

মহাকাশ সংস্থা জানায়, এসডিওর ক্যামেরার দৃষ্টিকোণ থেকে স্থানীয় সময় শুক্রবার ভোরবেলা পৃথিবী সম্পূর্ণভাবে সূর্যকে আড়াল করে দেয়। তখন চাঁদও সূর্যকে ঢাকতে শুরু করে।

নাসার প্রকাশিত ভিডিওতে এই দুই সূর্যগ্রহণ মাত্র ৩৪ সেকেন্ড স্থায়ী হয়।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।