মালয়েশিয়ার ইপোহ শহরকে সামাজিক ব্যবসা নগরী ঘোষণা


প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

উত্তর মালয়েশিয়ার পেরাক রাজ্যের রাজধানী ইপোহ শহরকে সে দেশের প্রথম ‘সামাজিক ব্যবসা নগরী’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার পেরাকে অনুষ্ঠিত তিন দিনব্যাপি ‘প্যাংকর আন্তর্জাতিক উন্নয়ন সংলাপ ২০১৬’-এর উদ্বোধনী দিনে এ ঘোষণা দেয়া হয়। ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ এ তথ্য জানিয়েছেন।

দেশটির সংবাদ মাধ্যমগুলোতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইপোহকে মালয়েশিয়ার প্রথম ‘সামাজিক ব্যবসা নগরীতে পরিণত করতে পেরাকের মুখ্যমন্ত্রী, মেয়র, মালয়েশিয়ার যুব সংগঠন মাই-হারাপানের প্রধান নির্বাহী এবং ইউনূস সেন্টার একটি আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার প্রফেসর মুহাম্মদ ইউনূস ইপোহ কীভাবে একটি কার্যকর ‘সামাজিক ব্যবসা নগরীতে পরিণত হতে পারে, সে বিষয়ে পেরাক সামাজিক ব্যবসা নগরী কমিটিকে প্রয়োজনীয় সুপারিশ ও গাইডলাইন দেন। প্যাংকর সংলাপ শুরুর আগে প্রকল্পটির প্রস্তুতি ও বাস্তবায়নের উদ্দেশ্যে এ কমিটি গঠন করা হয়।

‘প্যাংকর আন্তর্জাতিক উন্নয়ন সংলাপ-২০১৬’-তে এ বছরের সম্মেলনের মূলবক্তা হিসেবে ভাষণ দিয়েছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।

ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বাহরাইন এবং গিনি থেকে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিসহ এক হাজারের বেশি প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।