ভেঞ্চার ক্যাপিটাল নীতিমালা বাস্তবায়নের আহবান


প্রকাশিত: ১১:১১ এএম, ২৮ জানুয়ারি ২০১৫

দ্রুত ভেঞ্চার ক্যাপিটাল নীতিমালা বাস্তবায়নের আহবান জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি শামীম আহসান। বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহবান জানান।

এসময় বেসিস সভাপতি শামীম আহসান আইপিওতে তালিকাভুক্তির লক্ষে আইসিটি কোম্পানির ক্ষেত্রে পরিশোধিত মূলধন (পেইডআপ ক্যাপিটাল) ৩০ কোটি টাকা থেকে কমিয়ে আনারও আহবান জানান, যাতে দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আইপিওতে অংশ নিয়ে তাদের ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি করতে পারে।

এছাড়া আন্তর্জাতিক বড় কোম্পানিগুলোর মতো এ ক্ষেত্রে তাদের লভ্যাংশের পরিমানের চেয়ে তাদের প্রবৃদ্ধিকে গুরুত্ব দেওয়ার জন্যও তিনি বিএসইসি চেয়ারম্যানকে অনুরোধ জানান।

বিএসইসি চেয়ারম্যান বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন এবং আগামী দুই তিন মাসের মধ্যেই ভেঞ্চার ক্যাপিটাল নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন। বিএসইসি কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম।

এসআই/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।