হরতালে-অবরোধ বিপর্যয়ের মুখে খুলনার পোল্ট্রি শিল্প


প্রকাশিত: ০৪:২৭ এএম, ২৮ জানুয়ারি ২০১৫

সারাদেশে বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধ আর হরতালে বিপর্যয়ের মুখে পড়েছে খুলনার পোল্ট্রি শিল্প। উৎপাদিত মুরগীর মাংস, ডিম, একদিনের মুরগীর বাচ্চা, ফিড ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বাজারে সরবরাহ বিঘ্ন হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় পোল্ট্রি ফিস ফিড মালিক সমিতির কর্মকর্তারা, চলমান ক্ষতি পুষিয়ে নিতে ভর্তুকি দাবি করেছেন।

খুলনা জেলায় পোল্ট্রি ফিড খামারের সংখ্যা ৪ হাজার ৯শ` ৫২টি। এসব খামারে উৎপাদিত ডিম ও মুরগীর মাংস এ অঞ্চলের মানুষের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকেন ব্যবসায়ীরা। কিন্তু টানা অবরোধে ব্যবসায়ীরা উৎপাদিত পণ্য বাইরে পাঠাতে পারছেন না।

এতে খামারীদের চড়া দামে উৎপাদিত উপকরণ ক্রয় ও ক্ষতির হাত থেকে রেহাই পেতে কম দামে উৎপাদিত সামগ্রী বিক্রি করতে হচ্ছে।

খামারীরা বলেন, `প্রতিদিন আমাদের ২ থেকে ৩ হাজার টাকা লোকসান হচ্ছে। একদিকে যেমন কমদামে ডিম বিক্রি করতে হচ্ছে অন্যদিকে মুরগির খাবারও কিনতে হচ্ছে বেশি দামে। হয়তো ডিমের দাম বাড়াতে হবে নয়তো খাবারের দাম কমাতে হবে। তা না হলে আমাদের ব্যবসা গুটিয়ে যাবে।`

তারা আরও বলেন, `মুরগী ঢাকায় বা অন্যান্য জায়গায় পাঠানো সম্ভব হচ্ছে না বলে দাম কমে যাচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে ব্যবসায় ধস নামবে। আমাদের সর্বনাশ ছাড়া কোনো পথ নেই।`

এদিকে, অবরোধে আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন মুরগীর বাচ্চা বিক্রেতা ও খাবার ব্যবসায়ীরা।

এ সম্পর্কে তারা বলেন, `হরতাল-অবরোধে এমন সমস্যা যে ডিম বাইরে পাঠানো সম্ভব হচ্ছে না। যাতায়াত খরচ বেড়ে যাচ্ছে কিন্তু ডিমের দাম বাড়ছে না। বরং কমদামেও ডিম বিত্রিু হচ্ছে না। এদেকে মুরগীর খাবার তো ঠিকই কিনতে হচ্ছে। সব মিলিয়ে চরম ক্ষতির মধ্যে আমাদের ব্যবসা-বাণিজ্য।`

সংশ্লিষ্টদের দাবি ৬ জানুয়ারি থেকে সারাদেশে চলা রাজনৈতিক অস্থিরতার কারণে খুলনার পোল্ট্রি শিল্পে ক্ষতির পরিমাণ প্রায় ২৬ কোটি টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।