মেধাবীদের দেশে আসার আহবান


প্রকাশিত: ০৪:০২ এএম, ২৮ জানুয়ারি ২০১৫

দেশের উন্নয়নের স্বার্থে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী প্রযুক্তিবিদ, মেধাবী কর্মী ও বিশেষজ্ঞদের দেশে ফিরে আসার আহবান জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার ধানমণ্ডির বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিসিএস ইনোভেশন সেন্টারের ওই অনুষ্ঠানে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়নের অংশীদার প্রতিটি সংগঠনের সমন্বিত অংশগ্রহণের মধ্য দিয়ে মেক বাই বাংলাদেশ রূপকল্প ঘোষণা করে বিসিএস।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, নিজ দেশের উন্নয়নের কথা বিবেচনা করে মেধাবীরা যেন দেশে ফিরে আসেন। বর্তমান সরকার মেধা পাচারের বদলে পাচারকৃত মেধা ফিরিয়ে আনতে চায়। সেক্ষেত্রে ব্যবসায়ীদেরকেও এগিয়ে আসতে হবে।

দেশের আইসিটি ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আপনারা আমাদের আগামী প্রজন্মকে কীভাবে আরও দক্ষ এবং বিশ্বমানের করা যায়, তাদেরকে কীভাবে এগিয়ে দেয়া যায়- সে বিষয়ে যেকোনো সময় সরকারের সহযোগিতা চাইলে আমরা তা দিতে শতভাগ চেষ্টা করবো।

সভায় বিসিএস সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ জানান, রূপকল্প অনুযায়ী ২০১৮ সালের মধ্যে আইসিটি খাত থেকে জিডিপিতে ২ শতাংশ অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

এ সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দে আগামী ৩১ মার্চ থেকে পাঁচ দিনব্যাপী বিসিএস আইসিটি এক্সপো- ২০১৫ অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিসি) নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।