কলকাতা বইমেলা শুরু


প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২৭ জানুয়ারি ২০১৫

শুরু হয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় ঘণ্টাবাজিয়ে বইমেলার উদ্বোধন করেন যুক্তরাজ্যের বিশিষ্ট সাহিত্যিক অনিতা আনন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক নিমাই ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি সুবোধ সরকার, পাবলিশার্স এ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়সহ বিশিষ্ট ব্যক্তিরা।

বুধবার থেকে সাধারণ মানুষের জন্য বইমেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বইমেলার ফোকাস থিম কান্ট্রি হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য ছাড়াও বাংলাদেশ, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জাপান, ইকুয়েডরসহ বেশ কয়েকটি দেশের প্যাভিলিয়ন থাকছে। এবারের মেলায় স্টলের সংখ্যা ৭৫০ টি, লিটল ম্যাগাজিনের জন্যও থাকছে আলাদা ২০০টি স্টল।

উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বলেন, কলকাতা বইমেলা আমাদের কাছে গর্বের ব্যাপার, আমরা বইমেলাকে ভালবাসি। বইমেলার কোনো বিকল্প হয় না। বইমেলায় না আসলে আমাদের উৎসবও সম্পন্ন হয় না। বই আমাদের সকলের কাছেই অত্যন্ত প্রিয়।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।