প্যারিস জলবায়ু চুক্তিতে সমর্থন চীনের


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৬

ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈশ্বিক জলবায়ু চুক্তিতে সমর্থন দিয়েছে চীন। দেশটির শীর্ষ আইনসভার তরফ থেকে এই সমর্থন জানানো হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া নিউজ এজেন্সির খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্বে সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ হচ্ছে চীন। এই গ্যাসই মূলত জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী।

ধারণা করা হচ্ছে, চীনের জেজিয়াং প্রদেশের হাংজু শহরে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্র ও চীন যৌথভাবে প্যারিস জলবায়ু চুক্তির সমর্থন দেবে।

গত বছরের ডিসেম্বরে ঐতিহাসিক চুক্তি অনুযায়ী, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির গড় হার দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে দেশগুলো কার্বন নির্গমন কমানোর বিষয়ে একমত হয়।

বিশ্বের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রথম সমন্বিত চুক্তি হলো প্যারিস চুক্তি। তবে এটি তখনই কার্যকর হবে যখন মোট কার্বন নির্গমনের ৫৫ শতাংশের জন্য দায়ী দেশগুলো চুক্তিকে সমর্থন করবে।

শনিবার জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জলবায়ু পরিবর্তন সম্পর্কে সংক্ষিপ্ত ভাষণ দেবেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।