বাগদাদে অস্ত্রের গুদামে রকেট হামলায় নিহত ৪


প্রকাশিত: ১১:৪৮ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৬

ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে একটি অস্ত্রের গুদামে রকেট হামলায় চারজন নিহত হয়েছে। শুক্রবারের ওই রকেট হামলায় আহত হয়েছে আরো বহু মানুষ। স্থানীয় পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

ওই অস্ত্রাগারটি শিয়া আধাসামরিক সংগঠন পপুলার মোবিলিজেশন ফোর্সের (পিএমএফ) বলে জানিয়েছে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা।

ইরানভিত্তিক মিলিশিয়া সংগঠন পিএমএফ আইএসের বিরুদ্ধে বিভিন্ন লড়াইয়ে অংশ নেয়।

রকেট হামলায় অস্ত্রের গুদাম ছাড়াও আরো আটটি স্থানের বেশ কয়েকটি বাড়ি-ঘর, দোকান এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।