বিস্ফোরণে ধ্বংস হয়েছে ফেসবুকের স্যাটেলাইট


প্রকাশিত: ০৫:৫৩ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৬

জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকের পরীক্ষামূলক স্যাটেলাইট বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে। এই স্যাটেলাইটের মাধ্যমে আফ্রিকার দরিদ্র দেশগুলোতে ইন্টারনেট সেবা দেয়ার পরিকল্পনা করেছিল ফেসবুক। খবর বিবিসির।

শনিবার ওই স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু তার আগেই বৃহস্পতিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে পরীক্ষা চালানোর সময় উৎক্ষেপণ যন্ত্রের রকেটগুলোয় আগুন ধরে যায়।

স্যাটেলাইটটির বিস্ফোরণের সময় কয়েক মাইল দুরের ভবনগুলোও কেঁপে ওঠে। স্পেস এক্স নামের একটি প্রতিষ্ঠান স্যাটেলাইটটির পরীক্ষার তত্ত্বাবধানে ছিল। এর ফলে প্রায় বিশ কোটি ডলার বা ষোলশ কোটি টাকার ক্ষতির মুখে পড়লো প্রতিষ্ঠানটি।

facebook

এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ইসরায়েলি প্রতিষ্ঠান ইউটেলস্যাটের সঙ্গে যৌথভাবে অ্যামোস-৬ স্যাটেলাইটটি তৈরি করা হচ্ছিল।

এই স্যাটেলাইটের মাধ্যমে আফ্রিকার সাব-সাহারার দরিদ্র দেশগুলোতে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়ার পরিকল্পণা করছিল ফেসবুক।

তবে এই দুর্ঘটনা সত্ত্বেও নিজেদের লক্ষ্যে অবিচল থাকার কথা জানিয়েছে ফেসবুক।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।