সিঙ্গাপুরে ছয় বাংলাদেশি জিকায় আক্রান্ত


প্রকাশিত: ০৫:১৫ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৬

সিঙ্গাপুরে মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ছয় বাংলাদেশি। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে। কমিশন বলছে, ওই ছয় বাংলাদেশির শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মাহবুব উজ জামান বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ছয় বাংলাদেশি জিকায় আক্রান্ত হয়েছে বলে গতকাল (বুধবার) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

তিনি বলেন, আক্রান্তদের শরীরের জিকার হালকা উপসর্গ পাওয়া গেছে। এ ছাড়া এদের মধ্যে কেউ সুস্থ্ হয়ে উঠেছেন অথবা হচ্ছেন। আমরা এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।