পদ্ম বিভূষণ পেলেন অমিতাভ বচ্চন ও দীলিপ কুমার


প্রকাশিত: ০২:২৭ এএম, ২৭ জানুয়ারি ২০১৫

ভারতের সর্বোচ্চ বেসরকারি পুরস্কার পদ্ম বিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন দীলিপ কুমার ও অমিতাভ বচ্চন। রবিবার এক সরকারি অধ্যাদেশের মাধ্যমে এ কথা জানানো হয়। এ ছাড়া চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনসালি ও গীতিকার প্রসূন যোশি পদ্ম শ্রী পুরস্কার পেয়েছেন। ২৭ জানুয়ারি সন্ধ্যায় ভারতীয় রাষ্ট্রীয় ভবনে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

এ বছর একজন মরণোত্তরসহ (কার্টুনিস্ট প্রাণ) মোট ১৮ জনকে শিল্প ও সাহিত্যে অবদান রাখার জন্য পদ্ম পুরস্কার দেয়া হয়েছে। লেখক, চিত্রনাট্যকার সেলিম খানের নাম পদ্ম শ্রী পুরস্কারে থাকলেও তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, `যখন আমার জুনিয়রদের এর চেয়ে বড় পুরস্কার দেওয়া হয়েছে, আমি এটা কিছুতেই গ্রহণ করব না।`

অমিতাভ টুইটারে কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, `দেশের কাছ থেকে পাওয়া যেকোনো সম্মানই মাথা পেতে নেওয়ার মতো। আমি ভীষণ গর্বিত`।

এইচএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।