নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের কয়েক স্টেটে তুষার ঝড়


প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২৬ জানুয়ারি ২০১৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও বোস্টনে ভয়াবহ তুষার ঝড়ের আশঙ্কা করছে দেশটির আবহাওয়া বিভাগ। সোমবার এক পূর্বাভাসে আবহাওয়া বিভাগ বলেছে, সোমবার স্থানীয় সময় বিকেল থেকে মঙ্গলবার পর্যন্ত শহর ‍দু’টিতে ব্যাপক তুষার ঝড় হতে পারে।

জানা গেছে, এরইমধ্যে তুষারপাত শুরু হয়ে গেছে। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, ৯০ সেন্টিমিটার (তিন ফুট) পর্যন্ত তুষারপাত হতে পারে। এছাড়া নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিয়ো এক সংবাদ সম্মেলনে ১৮৭২ সাল থেকে ১০টি গুরুত্বপূর্ণ তুষার ঝড়ের তালিকা তুলে ধরে বলেছেন, শহরটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ তুষারপাতের ঘটনা ঘটতে পারে।

সংবাদ সম্মেলনে নিউইয়র্কের বাসিন্দাদের আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুতি নিতে বলা হয়। অনেকেই খাদ্য, পানিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংরক্ষণ করতে শুরু করে দিয়েছেন।

২০০৬ সালে নিউইয়র্কে সবচেয়ে বড় তুষার ঝড়ের ঘটনা ঘটেছিল। ওই সময় ৭০ সেন্টিমিটার তুষারপাত হয়েছিল।

অন্যদিকে, ফিলাডেলফিয়া থেকে মেইন রাজ্য পর্যন্ত ব্যাপক তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এরমধ্যেই নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়ার বিমানবন্দরে সোমবার ১৮০০ এবং মঙ্গলবারের ১৬০০ ফ্লাইট বাতিল করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।