মাঝ আকাশে দরজা খোলার চেষ্টায় বিমানের জরুরি অবতরণ
এক ব্যক্তি চলন্ত বিমানের গেট খোলার চেষ্টা করায় বিমানের জরুরি অবতরণ করানো হয়েছে। মার্কিন বিমানের একটি ফ্লাইটে হঠাৎ করেই প্রবেশ করে পুলিশ। তারা ওই ফ্লাইটে থাকা এক অপরাধীকে গ্রেফতার করতেই বিমানের ভেতরে প্রবেশ করেন।
পুলিশকে দেখে মাঝ আকাশেই বিমানের দরজা খুলে পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। পরে বাধ্য হয়েই বিমানটি জরুরি অবতরণ করে।
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে ওয়াশিংটনের সিটেলের উদ্দেশে যাত্রা করেছিল আলাস্কা এয়ারলাইন্সের বোংয়িং-৭৩৭ বিমানটি।
আলাস্কা এয়ারলাইন্সের মুখপাত্র হেলি নিগে কিরো টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এক ব্যক্তি বিমানের পেছন দিকের দরজা খোলার চেষ্টা করছিলেন বলে আমরা খবর পেয়েছি। তবে ওই ব্যক্তি দরজা খুলতে সক্ষম হননি কেননা বিমান চলাকালীন সময়ে বিমানের দরজা খোলা যায় না।
বিমানটি যাত্রা করার পরই পুলিশ কর্তৃপক্ষকে সতর্ক করে যে, বিমানের যাত্রীদের মধ্যে এক অপরাধী রয়েছে। পরে বিমানটি নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
ওই ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, এখনি ওই সন্দেহভাজন অপরাধীর নাম প্রকাশ করা হবে না।
টিটিএন/পিআর