বিনা ভাড়ায় যাত্রীকে মসজিদে পৌঁছে দিলেন অটোরিকশার হিন্দু চালক


প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৯ আগস্ট ২০১৬

শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে যাবেন বলে বেরিয়েছিলেন রমিজ শেখ। অফিস থেকে বেরিয়ে অটোরিকশা দেখেই উঠে পড়েছিলেন তিনি। মাঝপথে হঠাৎ খেয়াল হয়, পকেটে মানিব্যাগ নেই। ভুল করে তা অফিসে ফেলেই চলে এসেছেন তিনি।

অটোরিকশাচালক হিন্দু ধর্মের অনুসারী। গনেশ চতুর্থীর স্টিকার অটোজুড়ে। চালক যে গণেশ ভক্ত তা বুঝতে কোনও অসুবিধা হয়নি। কপালেও লম্বা লাল টিকা! চালকের কাছে নিজের অসুবিধার কথা বলতে একটু সংকোচ করছিলেন রমিজ। কিন্তু কাছে টাকা নেই এ তথ্য জানানোর পর রমিজ যেন পেয়ে গেলেন কাছের কোনো স্বজনকে। যিনি তাকে বুঝিয়ে দিলেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।

ধর্ম নিয়ে হাজারো আলোচনা ও সমালোচনা বিশ্বজুড়ে। তবে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই যে সবচেয়ে বড় ধর্ম, এ সত্যও জানে মানুষ। তথাকথিত ধর্মগুরু না হয়েও যে সে বার্তা তুলে ধরা যায়, তাই দেখালেন ওই অটোরিকশাচালক।

যাত্রীর অসুবিধার কথা শোনামাত্রই তিনি জানান, সৃষ্টিকর্তার নাম নিতে যাচ্ছেন যিনি, তাকে অবশ্যই সাহায্য করবেন। এখানেই শেষ নয়; মসজিদে যাত্রীকে নামিয়ে দেওয়ার পর, তার হাতে কিছু টাকাও তুলে দেন ওই অটোরিকশাচালক। যাতে অফিসে ফিরতে রমিজের কোনো অসুবিধা না হয়।

ভারতের মুম্বাইয়ের ২৬ বছর বয়সী রমিজ অটোচালকের ওই মহানুভবতার কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার বিস্তারিত লিখেছেন। ফেসবুকে দেয়া তার ওই স্ট্যাটাস এখন পর্যন্ত ৮ হাজারেরও বেশিবার শেয়ার হয়েছে; ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে ফেসবুকে।

সূত্র : সিয়াসাত।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।