চীনে বাস দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু


প্রকাশিত: ০৫:৩৫ এএম, ২৯ আগস্ট ২০১৬

চীনের দক্ষিণাঞ্চলে একটি বাস উল্টে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো বেশ কয়েকজন। একটি হাইওয়ে রোডে ওই দুর্ঘটনা ঘটেছে।

গুয়ানজি কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি প্রাদেশিক রাজধানী নাননিংয়ের একেবারে শেষের স্টপেজে থামার সময় উল্টে গিয়ে ওই হতাহতের ঘটনা ঘটেছে।

৪৭ সিটের ওই বাসটির ৩২ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। দুর্ঘটনায় বাসের চালকও নিহত হয়েছেন। বাস দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

চীনের সড়কে দুর্ঘটনা এড়াতে যথেষ্ট সতর্কতা অবলম্বণ করা হয়। তারপরেও চালকের অসাবধানতা এবং ত্রুতিপূর্ণ যানবাহনের কারণেই এধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।