লিবিয়ায় বাংলাদেশি নার্সকে গণধর্ষণ করে হত্যা


প্রকাশিত: ০৭:০৬ এএম, ২৮ আগস্ট ২০১৬

লিবিয়ার পূর্বাঞ্চলে বাংলাদেশি এক নার্সকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার বেনগাজি শহর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। তাবাল্লিনো জেলায় ওই নারীর নিজের ফ্ল্যাটে তাকে গণধর্ষণের পর ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। লিবিয়ার রেড ক্রিসেন্ট হেলথ ইনস্টিটিউশনসের আওতাধীন আবনে সিনা পলি ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত ছিলেন বাংলাদেশি ওই নারী।

সূত্র জানিয়েছে, বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে অনুপস্থিত ছিলেন ওই নারী। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। এ কারণে তার সহকর্মীরা তার খবর নেয়ার জন্য তার বাড়ি গেলে সেখানে তার মরদেহ দেখতে পান।

বেনগাজি কর্তৃপক্ষ এই বর্বর হত্যাকাণ্ড সম্পর্কে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। তবে সূত্রটি জানিয়েছে, ওই নারীকে প্রথমে কথিত সাহাওয়াতরা গণধর্ষণ করে। পরে তাকে হত্যা করে তার বাড়ি থেকে জিনিসপত্র ডাকাতি করে পালিয়ে গেছে।

ওই নারীর মৃত্যু সম্পর্কে ইবনে সিনা পলিক্লিনিকের তরফ থেকে কোনো বিবৃতি দেয়া হয়নি।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।