সিরিয়ায় যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা চীনের


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ২৮ আগস্ট ২০১৬

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীকে সহায়তার জন্য যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে চীন।

চীনের অ্যাডমিরাল গুয়ান ইউফেইর সাম্প্রতিক সিরিয়া সফরের পর সরাসরি সিরিয়া যুদ্ধে যোগ দেয়ার কথা নিশ্চিত না করা হলেও যুদ্ধবিমান পাঠানোর ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে।

এদিকে, সিরিয়ার উত্তরাঞ্চলে এক অভিযানে এক তুর্কি সেনা নিহত হয়েছেন। সিরিয়ায় অভিযানে এই প্রথম কোনো তুর্কি সেনার মৃত্যু হলো। তুরস্কের সেনাবাহিনী এ তথ্য জানিয়ছে। খবর বিবিসির।

সিরিয়া অভিযানে অংশ নেওয়া তুরস্কের একটি ট্যাংক লক্ষ্য করে কুর্দি যোদ্ধারা গুলি চালালে ওই সেনার মৃত্যু হয়। কুর্দি গণমাধ্যমের খবরে বলা হয়েছে তিনটি ট্যাংক ধ্বংস করা হয়েছে। এ ছাড়া আরো তিন তুর্কি সেনা আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

এর আগে সিরিয়ায় নতুন যুদ্ধবিরতি কার্যকরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। জেনেভায় দীর্ঘ আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ এ কথা জানান।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।