৩ লাখ শরণার্থীকে আশ্রয় দেবে জার্মানি


প্রকাশিত: ০৪:৩৮ এএম, ২৮ আগস্ট ২০১৬

এ বছর ৩ লাখ শরণার্থীকে আশ্রয় দেবে জার্মানি। জার্মানির ফেডারেল অফিস ফর মাইগ্রেশন অ্যান্ড রিফুজিসের (বিএএমএফ) প্রধান ফ্রাংক জুয়েরগেন ওয়েইস বলেছেন, তারা এ বছর তিন লাখ শরণার্থীকে আশ্রয় দেয়ার বিষয়ে চিন্তা করছেন তারা।

তিনি জানিয়েছেন, এ বছর আড়াই থেকে তিন লাখ শরণার্থীকে আশ্রয় দেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।

ইউরোপের দেশগুলোর মধ্যে এ পর্যন্ত সবচেয়ে বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে জার্মানি।

ওয়েইস জানান, যদি এই সংখ্যার চেয়ে বেশি শরণার্থী জার্মানিতে আশ্রয় নেয়ার চেষ্টা করে তাহলে সেটা জার্মানির ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। তবে এই পরিস্থিতিতে মোটেও চিন্তিত নন তিনি।

তিনি আরো জানান, ২০১৫ সালে জার্মানি কম সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে কারণ এদের মধ্যে অনেকেই দুইবার আবেদন করেছে এবং অনেকেই অন্যত্র চলে গেছে।

শরণার্থীদের সঠিক সংখ্যা জানানো হবে। তবে গত বছর ১০ লাখের কম শরণার্থী জার্মানিতে প্রবেশ করেছে।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।