১৯০ জিম্মিকে মুক্তি দিল বোকো হারাম


প্রকাশিত: ০৪:০২ এএম, ২৫ জানুয়ারি ২০১৫

নাইজেরিয়ার জঙ্গি সংগঠন গ্রুপ বোকো হারাম ১৯০ জিম্মিকে মুক্তি দিয়েছে। নাইজেরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। মুক্তি পাওয়া জিম্মিরা শুক্র ও শনিবার তাদের নিজেদের এলাকায় গেছেন বলে জানা গেছে। মুক্তি পাওয়ারা সবাই ইয়োবের গুজবা কাউন্সিলের কাটার্কো কমিউনিটির মানুষ। জঙ্গিরা তাদের বাড়িঘর পুড়িয়ে ধরে নিয়ে গিয়েছিল। খবর আলজাজিরা।

কাটার্কো কমিউনিটির নেতা গনি মালি বলেছেন, অর্থ সাহায্যের জন্য মুক্তি পাওয়া এসব মানুষ রোববার সরকারের কাছে আবেদন করবে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহি বেগো জানিয়েছেন, জঙ্গিরা ৬ জানুয়ারি জিম্মি করেছিল। শিশু-কিশোর ও নারীদের তারা মুক্তি দিয়েছে। তবে ওই দিন জিম্মি হওয়া আরও ২০ জনকে এখনো আটকে রেখেছে বোকো হারাম। তবে অন্য একটি  সূত্র জানায়, ১৯০ জন মুক্তি পেলেও বোকো হারামের কাছে এখনো আরও অনেকেই জিম্মি রয়েছেন।

উল্লেখ্য, বোকো হারাম সবচেয়ে বেশি হামলা ও জিম্মিকাণ্ড ঘটিয়েছে বর্নো প্রদেশে। শুক্রবার বর্নোর রাজধানী থেকে ৫ কিলোমিটার দূরের গ্রাম কামবারিতে এক হামলায় অন্তত ১৪ জনকে মেরে ফেলেছে বোকো হারামের যোদ্ধারা।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।