বলিভিয়ায় মন্ত্রীকে পিটিয়ে হত্যা


প্রকাশিত: ১০:৪৭ এএম, ২৬ আগস্ট ২০১৬

বলিভিয়ার সরকার বলছে, ধর্মঘটরত খনি শ্রমিকরা দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে অপহরণের পর পিটিয়ে হত্যা করেছে। কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার লাপাজের দক্ষিণাঞ্চলের প্যান্ডুরো শহরে রাস্তা অবরোধের পর মন্ত্রী রোদোলফো ইল্লেনেস ও তার নিরাপত্তা কর্মীকে অপহরণ করে দুর্বৃত্তরা।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরো বলেন, উপমন্ত্রীকে কাপুরুষোচিত এবং নির্মম হামলা চালিয়ে হত্যা করা হয়েছে বলে আলামত পাওয়া গেছে। তবে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই খনি শ্রমিকও নিহত হয়েছে।

বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক লা রাজন বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে অপহরণের পর উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শতাধিক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

মন্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনা প্রেসিডেন্ট ইভো মোরালেসের জন্য বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। বলিভিয়ান রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খনি শ্রমিকদের সঙ্গে নতুন আইন নিয়ে আলোচনার তাকে ছেড়ে দেয়ার শর্ত দেয়া হয়েছিল। খনি শ্রমিকরা ন্যায্য অধিকারের দাবিতে গত মঙ্গলবার থেকেই পান্ডুরোর একটি মহাসড়ক অবরোধ করে রেখেছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।