বিশ্বব্যাংকে কিমকে দ্বিতীয় মেয়াদে চায় যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ০৪:০৬ এএম, ২৫ আগস্ট ২০১৬

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদেও থাকতে চান জিম ইয়ং কিম। ইতোমধ্যে বিষয়টি নিয়ে বোর্ড কমিটির কাছে আবেদনও করেছেন তিনি। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে কিম নিজেকে দেখতে চাইলেও বোর্ড চাইছে স্বচ্ছ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সংস্থার প্রধান নির্ধারণ করতে।

জিম ইয়ং কিমের বর্তমান মেয়াদ শেষ হচ্ছে ২০১৭ সালের ৩০ জুন। বৃহস্পতিবার শুরু হচ্ছে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া।

এক বিবৃতিতে কিম বলেছেন, ‘আমি বোর্ডের ডিনকে অবহিত করেছি যে বিশ্বব্যাংকের প্রধান হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেলে আমি সম্মানিত বোধ করবো এবং সংস্থার আন্তরিক কর্মীদের সঙ্গে কাজ অব্যাহত রাখতে পারব।’

এদিকে দ্বিতীয় মেয়াদের জন্য কিমকে ইতোমধ্যে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের এক মুখপাত্র বলেন, বিশ্বব্যাংকে আরেক মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ড. কিমকে পুরোপুরি সমর্থন করে যুক্তরাষ্ট্র।

এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।