জাদুবিদ্যা চর্চার কারণে লণ্ডনে খুন হন বাংলাদেশি ইমাম


প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২৩ আগস্ট ২০১৬

তাবিজের মাধ্যমে রোগ নিরাময়কে ‘কালো জাদুবিদ্যা’ চর্চা হিসেবে মনে করে তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দুই সমর্থক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ইমাম জালাল উদ্দিনকে হত্যা করেছিলেন। মঙ্গলবার ব্রিটেনের ম্যানচেস্টার ক্রাউন কোর্টে এ তথ্য জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী।

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বন্ধুর বাড়ি থেকে বাসায় ফিরছিলেন জালাল উদ্দিন। এ সময় রচডেল এলাকার একটি পার্কে তার ওপর হামলা চালায় দুই তরুণ। হাতুড়ি দিয়ে একাধিকবার আঘাত করা হয় তাকে। হামলার আগে কয়েকমাস ধরে তার ওপর নজর রেখেছিল তারা।

ম্যানচেস্টার ক্রাউন কোর্ট বলছে, জিজ্ঞাসাবাদে মোহাম্মদ হুসেইন সায়েদি (২২) ও মোহাম্মদ আব্দুল কাদির (২৪) নামের ওই দুই আইএস সমর্থক ঘৃণা থেকে হামলা চালিয়েছিলেন বলে জানিয়েছে। তবে বাংলাদেশি ইমাম খুনে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছে সায়েদি। আইনজীবীরা বলছেন, ইমামকে হত্যার পর ওই দিন দেশ থেকে পালিয়ে যায় কাদির।

‘রুকইয়া’ পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করতেন জালাল উদ্দিন। আইএসের মতাদর্শ অনুযায়ী, এটিকে ‘কালো যাদু’ হিসেবে দেখা হয়। এ অপরাধে ৭১ বছর বয়সী ইমামকে খুনের সিদ্ধান্ত নেয় কাদির। তাকে মদত দেয় সায়েদি।

সূত্র : বিবিসি।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।