অস্ট্রেলিয়ায় নারী পুলিশরা যৌন হয়রানির শিকার


প্রকাশিত: ০৭:৩০ এএম, ২৩ আগস্ট ২০১৬

অস্ট্রেলিয়ায় নারী পুলিশরা যৌন হয়রানির শিকার হচ্ছেন। জাতীয় পুলিশ বাহিনীতে কর্মরত প্রায় অর্ধেক নারী সদস্য বলছেন, কর্মক্ষেত্রে তারা যৌন হয়রানির শিকার হয়েছেন। খবর ডেইলি সাবার।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের (এএফপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের শতকরা ৬০ ভাগ নারী ও পুরুষ যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এসব আচরণের জন্য কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। কালচারাল চেঞ্জ: জেন্ডার ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন ইন দ্য অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ শীর্ষক প্রতিবেদনে পুলিশ সদস্যদের নির্যাতনের বিভিন্ন তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদনে সাবেক কমিশনার এলিজাবেথ ব্রডরিক বলেন, যৌন নিগ্রহ এবং অন্যান্য নিপীড়নের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া দরকার। পুলিশের নারী সদস্যদের ৪৬ এবং পুরুষ সদস্যদের ২০ ভাগই গত পাঁচ বছরে কর্মক্ষেত্রে যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।