খালেদা জিয়া জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন : হানিফ


প্রকাশিত: ১২:০৪ পিএম, ২৩ জানুয়ারি ২০১৫

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেছেন, অবরোধের নামে গাড়িতে আগুন দিয়ে মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে বেগম খালেদা জিয়া এমনিতেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এভাবে চলতে থাকলে নিজের কর্মকাণ্ডের কারণেই তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি রাজনীতি থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়বেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আত্মকর্মসংস্থানের জন্য নারীদের মধ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রমের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমরা সন্ত্রাসী বোমাবাজদের সঙ্গে কোনো আলোচনায় বসতে চাই না। তাদের আইনের আওতায় এনে বিচার করে এটাকে দমন করতে চাই। যারা মানুষ পুড়িয়ে হত্যা করছে ওইসব বোমাবাজদের সঙ্গে সংলাপে বসলে একটা খারাপ নজির সৃষ্টি হবে। ভবিষ্যতে দেখা যাবে যেকোনো রাজনৈতিক দলই তাদের দাবি আদায়ে মানুষকে জিম্মি করে, মানুষকে পুড়িয়ে হত্যা ও বোমাবাজি করবে। আমরা কখনই এই ধরনের খারাপ নজির সৃষ্টি করতে চাই না।

হানিফ বলেন, সরকার কোনো সন্ত্রাসীর কাছে মাথা নত করবে না। বিএনপি চেয়ারপারসন অফিসে বসে সারাদেশের মানুষকে জিম্মি করে রাখছে। কিন্তু গুটি কয়েক সন্ত্রাসী সারাদেশের মানুষকে জিম্মি করে রাখতে পারে না।


এসময় কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম নুরজাহান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেসা সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও জাতীয় মহিলা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে ৬০ জন নারীর মধ্যে প্রত্যেককে ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।