দুই চাকায় বিশ্বভ্রমণে জার্মান তরুণী


প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২২ আগস্ট ২০১৬

লি রিক। জার্মানির নাগরিক। পেশায় লেখক। দুই চাকার বাহনে চড়ে নেমে পড়েছেন বিশ্বভ্রমণে। প্রাকৃতিক-কৃত্রিম, সব বিপর্যয় উপেক্ষা করে কেবল জেদকে সম্বল করেই প্রায় অর্ধেক দুনিয়া ঘুরে বর্তমানে ভারতে পৌঁছেছেন।
 
বিশ্বভ্রমণের নেশায় চাকরি ছেড়ে নেমে পড়েন রাস্তায়। লির বাবাও বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েছিলেন মোটরসাইকেল নিয়ে। বাবার নেশায় আসক্ত লি ট্রাম্প টাইগার-৮০০ এক্সসিএ মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন। ভালোবেসে যার নাম দিয়েছেন ক্লেও। শুরুটা করেছিলেন গত বছরের ডিসেম্বরে। কনকনে শীতে নিজের প্রিয় ‘ক্লেও’তে চড়ে বেরিয়ে পড়েছিলেন তিনি। বিশ্বের ৩৭টি দেশ ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন লি।

Woman-Bike

নিজের এ অভিযানে উজবেকিস্তান, তাজিকিস্তানের মতো দেশও সফর করেছেন লি। বর্তমানে ভারতের চণ্ডীগড়ে রয়েছেন জার্মান সুন্দরী। এরপর চীন, পাকিস্তান হয়ে যাবেন নেপাল, মিয়ানমার ও থাইল্যান্ডে। ২০১৭ সালে জার্মানিতে ফিরে শেষ করবেন বিশ্বভ্রমণের বৃত্ত।

শুধুমাত্র কোনো জায়গা ছুঁয়ে যাওয়া নয়; প্রত্যেক দেশের সংস্কৃতি, বাসিন্দাদের জীবনশৈলীর সাক্ষী থাকছেন লি। বৈচিত্র্যের প্রতিটা মুহূর্তকে নিজের লেখার মধ্যে ধরে রেখেছেন তার ব্যক্তিগত ব্লগে।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।