বিজিবি প্রহরায় সাড়ে ৬৭ হাজার যানবাহন চলাচল
বর্ডার গার্ড় বাংলাদেশ (বিজিবি) এর নিরাপত্তা প্রহরায় ও র্যাব পুলিশের সহযোগীতায় দেশের বিভিন্ন রুটে প্রায় সাড়ে ৬৭ হাজার যানবাহন চলাচল করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি হেড কোয়াটারের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা।
তিনি জানান, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা হতে শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ৬৭,১১৭ টি বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করেছে।
তিনি বলেন, বিজিবি, র্যাব ও পুলিশের নিরাপত্তা প্রহরায় দেশের বিভিন্ন এলাকা হতে নিম্নবর্ণিত রুটে যানবাহন চলাচল করেছে।
কক্সবাজার-চট্টগ্রাম ৬৬ টি, চট্টগ্রাম-কুমিল্লা-ঢাকা ২,৯৯১ টি, রাজশাহী-বগুড়া-বঙ্গবন্ধু সেতু-ঢাকা ৪৪,০৩০ টি, ঠাকুরগাঁও-দিনাজপুর-রংপুর-বঙ্গবন্ধু সেতু-ঢাকা ৪,৪১৩ টি, সিলেট-ঢাকা ১,০০০ টি, ময়মনসিংহ-ঢাকা ২১৮ টি, ব্রাক্ষ্মণবাড়ীয়া/ফেনী-কুমিল্লা-ঢাকা, ৪,১৮০ টি, যশোর/খুলনা/সাতক্ষীরা-দৌলতদিয়া-ঢাকা, ৩,০০৪ টি, যশোর/চুয়াডাঙ্গা-কুষ্টিয়া-লালনশাহ সেতু-ঢাকা, ১,৫০০ টি, বঙ্গবন্ধু সেতু-ঢাকা ২,১৫০ টি, পাটুরিয়া-ঢাকা ১,৯২৮ টি, মাওয়া-ঢাকা ৪৫৭ টি, কাঁচপুর ব্রীজ-ঢাকা, ১,১৮০ টি।
এছাড়াও বিভিন্ন রুটে বিপুল সংখ্যক বাস ও পণ্যবাহী গাড়ী নিরাপত্তা বহরের সাথে যুক্ত হয়ে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছেছে।
তিনি আরও জানান, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা হতে শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত বিজিবি’র নিরাপত্তা প্রহরায় দেশের বিভিন্ন স্থানে ২৯২ টি তেলবাহী ট্যাংকার চলাচল করেছে।
জেইউ/এআরএস