জাপানে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন মিনদুলে


প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২২ আগস্ট ২০১৬

জাপানের রাজধানী টোকিওতে সোমবার একটি শক্তিশালী টাইফুন মিনদুলে আঘাত হানতে যাচ্ছে। টাইফুনের পূর্বাভাসে প্রায় ৪শ ফ্লাইট বাতিল করা হয়েছে।

জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুপুর নাগাদ মিনদুলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আঘাত হানার পর টাইফুনটি জাপানের রাজধানী থেকে উত্তরাঞ্চলীয় তোহোকু অঞ্চলের দিকে প্রবাহিত হতে পারে।

টাইফুনটি ঘন্টায় ২৫ কিলোমিটার বেগে মিয়াকি দ্বীপ থেকে উত্তর দিকে আঘাত হেনেছে। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টা ১৮০ কিলোমিটার।

তবে মিয়াকিতে ঝড়ের আঘাতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাপান এয়ারলাইন্স জানিয়েছে, তারা বিকেলের ১৪৫টি আভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে। এছাড়া অল নিপ্পন এয়ারওয়েইজ ৯৬ টি আভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।