জাতিসংঘ ছাড়ার হুমকি ফিলিপাইনের


প্রকাশিত: ০৭:৩২ এএম, ২২ আগস্ট ২০১৬

ফিলিপাইনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করেছে জাতিসংঘ। ওই সমালোচনার কারণে জাতিসংঘ ছাড়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট রডরিগো দোতার্তে। চীনের সঙ্গে নতুন সংগঠন গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি।

রডরিগো দোতার্তে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর মাদক বিরোধী অভিযানের ঘোষণা দিয়েছেন। মাদকের বিরোধী অভিযানের অংশ হিসেবে চালানো সরকারি অভিযানে অনেক মানুষ নিহত হওয়ার ঘটনা মানবাধিকার লঙ্ঘন করেছে বলে সমালোচনা করেছিল জাতিসংঘ। তাদের সেই সমালোচনার পাল্টা জবাব দিতেই সংগঠনটি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিলেন দোতার্তে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার দুই বিশেষজ্ঞ গত সপ্তাহে ফিলিপাইনের বিচার বর্হিভূত হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানান। দোতার্তে নির্বাচিত হওয়ার পর থেই ওই অভিযান শুরু হয়েছে। প্রায় তিন মাস ধরে চলা অভিযানে এ পর্যন্ত ৯ শ`র বেশি মানুষ নিহত হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।