আত্মহত্যায় সৌদির অবস্থান ১০ম


প্রকাশিত: ০৬:২৩ এএম, ২২ আগস্ট ২০১৬

আত্মহত্যায় বিশ্বের শীর্ষ দেশের তালিকায় ১০ম অবস্থানে আছে সৌদি আরব। অর্থাৎ অন্যান্য দেশের তুলনায় দেশটিতে আত্মহত্যার প্রবণতা অনেক কম। খবর আল আরাবিয়া।

সৌদিতে আত্মহত্যার প্রবণতা কম থাকা প্রসঙ্গে সৌদির এক নারী বলেন, আমার খুব ভালো লাগছে যে, আমার সন্তানদের আত্মহত্যা করার ঝুঁকি খুব কম। কেননা তারা সৌদিতে বেড়ে উঠছে।

সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে, সৌদি আরবে আত্মহত্যার হার সবচেয়ে কম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এক রিপোর্ট প্রকাশিত হওয়ার পরই নুরা নামের ওই সৌদি নারী এমন মন্তব্য করেছেন। ওই রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যার প্রবণতায় শীর্ষ দশ দেশের তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে সৌদি আরব। প্রতি বছর দেশটিতে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ০.৪ ভাগ আত্মহত্যার ঘটনা ঘটে।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী প্রতি বছর বিশ্বে ৮ লাখ মানুষ আত্মহত্যা করে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় প্রতিবছর ২৮.৯ ভাগ আত্মহত্যার কেস অন্তর্ভুক্ত হয়েছে। এদিকে, ভারত ২১, রাশিয়া ১৯, জাপানে ১৮ ভাগ কেস অন্তর্ভুক্ত হয়েছে।

সাধারণত ১৫ থেকে ২৫ বছর বয়সী মানুষদের মধ্যেই আত্মহত্যার প্রবণতা বেশি দেখা যায়।

আত্মহত্যায় শীর্ষে থাকা দশ দেশ হচ্ছে- কোরিয়া, ভারত, রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তুরস্ক, যুক্তরাজ্য, ইসরায়েল এবং সৌদি আরব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, যুক্তরাষ্ট্রে প্রতি ১ লাখ মানুষের মধ্যে আত্মহত্যা করে ১২ ভাগ, ফ্রান্সে ১২ ভাগ, তুরস্কে ৮ ভাগ এবং যুক্তরাজ্য ও ইসরায়েলে ৬ ভাগ।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।