২০ জন গাজাবাসীর জন্য ইসরায়েলের এক সেনা


প্রকাশিত: ০৮:২১ এএম, ৩১ জুলাই ২০১৪

ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান আরও জোরদার করছে ইসরায়েল। বুধবার ইসরায়েলি হামলায় অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ওই দিন গাজার একটি কাঁচাবাজারেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার এক খবরে বিবিসি জানিয়েছে, গাজায় অভিযান জোরদার করতে ১৬ হাজার রিজার্ভ সেনাকে তলব করেছে ইসরায়েল। দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা এ পদক্ষেপকে ‘রুম টু ব্রিথ’ বলে অভিহিত করেছেন।

এ নিয়ে গাজা অভিযানে নিয়োজিত ইসরায়েলি সেনা সংখ্যা ৮৬ হাজারে উন্নীত হতে চলছে।

প্রসঙ্গত, গাজায় প্রায় ১৮ লাখ ফিলিস্তিনি বসবাস করে। সেই হিসাবে প্রায় প্রতি ২০ জন গাজাবাসীর জন্য একজন সেনা মোতায়েন করছে ইসরায়েল।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানিয়েছে, গত ৮ জুলাই থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৩৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

বুধবার সকালে গাজায় অবস্থিত জাতিসংঘের একটি আশ্রয় কেন্দ্রেও হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়।

জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ হামলাকে ‘অসমর্থনযোগ্য’ বলে নিন্দা জানান।

তবে ইসরায়েল জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলার কথা অস্বীকার করেছে। দেশটির সরকারের এক মুখপাত্র বলেন, স্কুলে বিমান হামলার বিষয়তি নিশ্চিত করতে পারলে ইসরায়েল ক্ষমা প্রার্থনা করবে।

ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিনি অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত ৫৬ জন সেনা নিহত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।