কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ওআইসির উদ্বেগ


প্রকাশিত: ০১:০২ পিএম, ২১ আগস্ট ২০১৬

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের মুসলিম দেশগুলোর বৃহত্তম সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে চলমান ভয়াবহ সংঘর্ষের ঘটনায় শনিবার এ উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

৫৭ সদস্য বিশিষ্ট মুসলিম দেশের এ সংগঠনের মহাসচিব আইয়াদ মাদানি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেন, কাশ্মীরের পরিস্থিতি অবনতি হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গে বৈঠকের পর মাদানি বলেন, ভালো হওয়ার পরিবর্তে পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে এবং এটি চলতে পারে না। একটি গণভোটের ভয় করা উচিত হবে না। এর মাধ্যমে কাশ্মীরি জনগণ তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

সংবাদ সম্মেলনে মাদানির পাশেই ছিলেন সারতাজ আজিজ। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে শান্তিপূর্ণভাবে কাশ্মিরিদের প্রতিবাদের বিরুদ্ধে ভারতীয় বাহিনী প্রাণঘাতী শক্তি ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন তিনি। আজিজ বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ওই বিরোধের শান্তিপূর্ণ সমাধান আবশ্যক। সূত্র : আরব নিউজ।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।