ইরাকে ৩৬ আইএস সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর


প্রকাশিত: ১০:৫৫ এএম, ২১ আগস্ট ২০১৬

ইরাকে ২০১৪ সালে গণহত্যায় অভিযুক্ত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ৩৬ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার দেশটির নাসিরিয়াহ কারাগারে ওই বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে কারা কর্তৃপক্ষ।

নাসিরিয়াহ’র গভর্নর ইয়াহিয়া আল নাসিরি বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) বলেন, রোববার ইরাকের দক্ষিণাঞ্চলের নাসিরিয়াহ কারাগারে অভিযুক্তদের মৃত্যদণ্ড কার্যকর হয়েছে। ইরাকের বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করেছেন।

২০১৪ সালে গ্রীস্মে দেশটির উত্তরাঞ্চলের তিকরিতের স্পাইচার সামরিক ঘাঁটি থেকে অন্তত এক হাজার ৭০০ সেনাসদস্যকে অপহরণ করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। পরে এই সেনাসদস্যদের লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যার ছবি অনলাইনে  প্রকাশ করে আইএস।

চলতি বছরের শুরুতে ইরাকের একটি আদালত গণহত্যায় জড়িত সন্দেহে আটককৃত আইএস সদস্যদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেন। ২০১৫ সালে তিকরিতের নিয়ন্ত্রণ ইরাকি সেনাবাহিনী নেয়ার পর অভিযুক্তদের আটক করা হয়েছিল।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।