বিয়ের আসরে হুইলচেয়ার ছেড়ে দাঁড়ালেন প্যারালাইসিসে আক্রান্ত তরুণী


প্রকাশিত: ১০:২৯ এএম, ২১ আগস্ট ২০১৬

আট বছর আগে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে প্যারালাইসিসে ভুগছিলেন জর্জিয়ার নাগরিক ২৫ বছর বয়সী তরুণী জ্যাকি গোনশার। জর্জিয়ার এই তরুণীর জীবনের আট বছর কেটে গেছে হুইলচেয়ারে বসে চলাফেরা করতে। তবে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না নিজের অক্ষমতাকে।  

নিজের মধ্যে জমতে থাকা হতাশাকেই তিলে তিলে বদলাতে থাকেন সাহস ও শক্তিতে। ভেতরের সেই জেদই সবাই দেখল তার বিয়ের দিন। হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। আবেগঘন সেই মুহূর্ত যেন অবিশ্বাস্য তার পরিবারের কাছে।

georgia

জ্যাকি গোনশার বিয়ের দিন হঠাৎ হুইল চেয়ার থেকে উঠে গিয়ে বসেন বরের পাশে। তিনি বলেন, আমি এটি করেছি।

আট বছর পর গোনশারকে হাঁটতে দেখে অবাক হয়েছেন তার স্বামীও। এ ছাড়া বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিরাও রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।