ইসরাইলকে অস্ত্রের চালান দিলো মার্কিনরা


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ৩১ জুলাই ২০১৪

ইসরাইলকে নতুন অস্ত্রের চালান দিয়েছে মার্কিন সরকার। ইসরাইল গাজার দু’টি স্কুল ও একটি বাজারে হামলা চালিয়ে অন্তত ৫৩ ব্যক্তিকে হত্যা করার পরও অস্ত্র দেয়ার কথা ঘোষণা করল ওয়াশিংটন।

একজন মার্কিন সেনা কর্মকর্তা আজ (বৃহস্পতিবার) বলেছেন, গত সপ্তাহে তেল আবিবকে দেয়া অস্ত্রের চালানে রয়েছে ক্ষেপণাস্ত্র, সাঁজোয়া যান ও কামানের গোলা। এসব অস্ত্র ইসরাইলের একটি গোপন অস্ত্রাগারে রাখা হয়েছে।

এর আগে ২০০৬ সালে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের মাঝখানেও তেল আবিবকে একই ধরনের অস্ত্র দিয়েছিল ওয়াশিংটন। কিন্তু সে যুদ্ধে ইসরাইলের শেষরক্ষা হয় নি। হিজবুল্লাহর হাতে প্রচণ্ড মার খেয়ে দক্ষিণ লেবানন থেকে পালিয়ে বেঁচেছিল ইহুদিবাদী সেনারা। রেডিও তেহরান

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।