তুরস্কে গাড়িবোমা হামলায় নিহত ১২


প্রকাশিত: ১০:১৬ এএম, ১৯ আগস্ট ২০১৬

তুরস্কে তিনটি পৃথক গাড়িবোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২১৯ জন। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পূর্বাঞ্চলীয় ভান শহরের পুলিশ স্টেশনে লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় তিনজন নিহত এবং আরো ৭৩ জন আহত হয়েছে। খবর বিবিসির।

এদিকে, বিতলিস প্রদেশে আরো একটি গাড়িবোমা হামলায় পাঁচ সেনা এবং গ্রামের একজন গার্ড নিহত হয়েছেন। আহত হয়েছে আরো চার সেনা। পৃথক এসব হামলার জন্য দেশটিতে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে সংগঠনকে দায়ী করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ভানের হামলার ঘণ্টাখানেক পরেই এলাজিগ শহরের পুলিশ হেড কোয়ার্টারের সামনে বোমা হামলায় ৩ পুলিশ নিহত হয়। ওই হামলায় আহত হয়েছে আরো ১৪৬ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮৫ পুলিশ কর্মকর্তা এবং ৬০ জন বেসামরিক নাগরিক।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।