থানায় পুলিশের দুই স্ত্রীর চুলোচুলি (ভিডিও)


প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৭ আগস্ট ২০১৬

খাকি উর্দি পরা এক পুলিশ কর্মীর টি-শার্ট ধরে টানাহেঁচড়া করছেন এক নারী। কিছু বুঝে ওঠার আগেই সপাটে চড়-থাপ্পর মারছেন তিনি। এবার পাল্টা ঘুষি মারলেন সেই পুলিশও। কিছুক্ষণের মধ্যেই মারামারিতে যোগ দিলেন আরেক নারী। এরপর দ্বিতীয় নারী ও ওই ব্যক্তি মিলে বেধড়ক মারপিট করলেন প্রথম নারীকে।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মোরদাবাদের এক থানায়। প্রকাশ্য দিবালোকে থানা চত্বরের মধ্যে এভাবেই চুলোচুলি করতে দেখা গেছে এক পুলিশ কনস্টেবলের দুই স্ত্রীকে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, প্রথম স্ত্রীর সঙ্গে যোগ দিয়ে দ্বিতীয় স্ত্রীকে মারধর করছেন ওই পুলিশ সদস্য। চড়, কিল, ঘুষি বাদ ছিল না কিছুই। পারিবারিক অশান্তির জেরেই এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দেখুন ভিডিওতে...



এসআইএস/পিআর

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।