পাকিস্তানে ১১ জঙ্গির মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০৯:০৭ এএম, ১৭ আগস্ট ২০১৬

পাকিস্তান সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় ১১ জনের মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়েছে। গুরুতর অপরাধে জড়িত থাকার দায়ে ওই ১১ জনের মৃত্যুদণ্ড নিশ্চিত করেছেন সেনাপ্রধান রাহিল শরিফ।

সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, মৃত্যুদণ্ড পাওয়া ওই ১১ জনই পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তেহরিক ই তালেবানের সদস্য। তারা ওই সংগঠনের হয়ে বড় ধরনের অপরাধে সম্পৃক্ত ছিলেন।

ওই জঙ্গিরা বেলুচিস্তান পুলিশের ডিআইজি ফায়াজ সুমবাল ও এএসআই রাজা খান এবং গোয়েন্দা সংস্থার (আইএসআই) পরিদর্শক কামরান নাজিরকে হত্যার ঘটনায় জড়িত ছিলেন।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।