বার্সেলোনার মুখোমুখি অ্যাটলেটিকো


প্রকাশিত: ০৩:৫৮ এএম, ২১ জানুয়ারি ২০১৫

কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখি হবে স্প্যানিশ দুই জায়ান্ট বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।  শেষ ষোলোয় এলচেকে ৯-০ অগ্রগামিতায় হারিয়ে শেষ আটের টিকিট কেটেছে বার্সেলোনা। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে দিয়েগো সিমিওনির অ্যাটলেটিকো।

লা-লিগায় গত মৌসুমের শেষ ম্যাচে বার্সেলোনাকে ১-০ গোল হারিয়ে ১৬ বছর পর শিরোপা জেতে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর এ মওসুমের প্রথম লেগে তারা ১-১ গোলে ড্র করে। কিন্তু চলতি মাসের শুরুতে ফিরতি লেগে বার্সেলোনা জিতেছে ৩-১ গোলে।

লা-লিগায় সর্বশেষ ম্যাচে দেপোর্তিভো লা করুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। সেখানে ২২তম  হ্যাটট্রিক করেন লিওলেন মেসি। অন্যদিকে অ্যাটলেটিকো সর্বশেষ ম্যাচে গ্রানাডাকে ২-০ গোলে হারিয়েছে। আর তাদের সবচেয়ে সুখবর হলো রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফিরতি লেগে জোড়া গোল করেন ৭ বছর পর দ্বিতীয় দফায় অ্যাটলেটিকোয় যোগ দেয়া ফার্নান্দো তোরেস।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।