ইরানের বিমান ঘাঁটি থেকে সিরিয়ায় হামলা চালাচ্ছে রাশিয়া


প্রকাশিত: ০৩:১৩ এএম, ১৭ আগস্ট ২০১৬

সিরিয়ায় বিমান হামলা চালানোর লক্ষ্যে ইরানের একটি বিমান ঘাঁটি ব্যবহার করতে শুরু করেছে রাশিয়া। এ বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্ক প্রতিক্রিয়া দেখিয়েছে। খবর বিবিসির।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানে সৈন্য মোতায়েন করল রাশিয়া। সেখান থেকে সিরিয়ায় কথিত আইএস ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলাও চালিয়েছে তারা।

এর প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, রাশিয়া যেটা করেছে সেটা দুর্ভাগ্যজনক তবে অপ্রত্যাশিত নয়।

রাশিয়া যে ইরানের বিমান ঘাঁটি থেকে সিরিয়ায় হামলা চালাতে শুরু করেছে তা জানা গেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকেই।

এতে বলা হয়েছে, ইরানের হামেদান ঘাঁটি থেকে মঙ্গলবার দূরপাল্লার টুপোলভ টোয়েন্টি টু এম থ্রি এবং সুখোই থার্টি ফোর উড্ডয়ন করেছে।

বিমানগুলো আলেপ্পোর ইদলিব ও দেইর-আল-জুর অঙ্গরাজ্যের বিভিন্ন লক্ষ্যমাত্রায় হামলা চালিয়েছে।

রাশিয়া গত বছর সিরিয়ার সামরিক অভিযান শুরু করার পর থেকে এই প্রথম কোন তৃতীয় দেশ থেকে হামলা চালালো।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।