গুয়ানতানামো কারাগার থেকে ১৫ বন্দী স্থানান্তর


প্রকাশিত: ০৬:২৬ এএম, ১৬ আগস্ট ২০১৬

যুক্তরাষ্ট্রের কিউবায় অবস্থিত গুয়ানতানামো বে কারাগার থেকে ১৫ বন্দিকে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে এই কারাগার থেকে এটাই সর্বোচ্চসংখ্যক বন্দি স্থানান্তরের ঘটনা। খবর বিবিসির।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, স্থানান্তরকৃত বন্দীদের মধ্যে ১২ জন ইয়েমেন এবং বাকি তিনজন আফগান নাগরিক। এই স্থানান্তরের মধ্য দিয়ে গুয়ানতানামো বে বন্দিশিবির থেকে বন্দির সংখ্যা কমে দাঁড়াল ৬১।

অধিকাংশ বন্দিই এই বন্দিশিবিরে এক দশক ধরে অবস্থান করছিলেন। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। মেয়াদ শেষ হওয়ার আগেই এই বন্দিশিবির বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। গুয়ানতানামোর বাকি বন্দিদেরও স্থানান্তর করতে চান ওবামা। তবে মার্কিন কংগ্রেস বন্দি স্থানান্তরের বিরোধীতা করছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।