পেরুতে ভূমিকম্পে ৯ জনের মৃত্যু


প্রকাশিত: ০৫:১৫ এএম, ১৬ আগস্ট ২০১৬

পেরুতে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের আঘাতে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক পর্যটক ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। ওই ভূমিকম্পে আরো ৫২ জন আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘরের নিচে অনেক মানুষ আটকে আছেন। এছাড়া বেশ কিছু রাস্তা-ঘাট বন্ধ রয়েছে।

দক্ষিণাঞ্চলীয় আরিকুইপা এলাকায় ভূমিকম্পের আঘাতে প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আরিকুইপার গভর্নর ইয়ামিলা ওসোরিও জানিয়েছেন, ভূমিকম্পে আচোমা গ্রামে তিনজন এবং ইয়ানক্যু গ্রামে আরো ছয়জনের মৃত্যু হয়েছে।

ইয়ানক্যুয়ের বাসিন্দা জন রিভেরা জানান, এটা খুবই দু:খজনক। ভূমিকম্পে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কোনো আলো নেই। আমরা জানি না পরবর্তী সময়ে কি হতে যাচ্ছে।

পেরুতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। রোববার রাতে আঘাত হানা ওই ভূমিকম্পটির গভীরতা ছিল আট কিলোমিটার। এটি চাইলোমা প্রদেশের ছিভাই শহর থেকে ১০ কিলোমিটার দূরে আঘান হানে।  

সোমবারও দেশটিতে ছোট-বড় বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।