হামলার আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা ভারতে


প্রকাশিত: ০৬:১২ এএম, ১৫ আগস্ট ২০১৬

স্বাধীনতা দিবসে দিল্লি ও নয়ডায় জঙ্গি হানার আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা জারি করেছে ভারতের কেন্দ্র সরকার। খবরে আনন্দবাজারের।

মূলত সম্প্রতি নয়ডার এক বাসিন্দাকে বিদেশ থেকে ফোন করে হামলার বিষয়ে হুমকি দেওয়ার পর এ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে দিল্লির রেল স্টেশন ও বিমানবন্দরগুলোতে।  একই সঙ্গে শপিং মলগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এছাড়া অপ্রীতিকর কোনো ঘটনার আশঙ্কায় আগে থেকেই কারফিউ ঘোষণা করা হয়েছে জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায়।

সতর্কতার অংশ হিসাবে লালকেল্লার ভেতর ও আশপাশের উঁচু ভবনগুলোতে বসানো হয়েছে বিমান বিধ্বংসী কামান। এছাড়া সরাসরি লালকেল্লা দেখা যায় এমন প্রায় ৬০০টি ভবনের বারান্দা ও ১০৪টি জানালার উপরে থাকছে বিশেষ নজরদারি। বেশ কয়েকটি বহুতল ভবনে বসানো হয়েছে স্নাইপার।

এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।