শ্রম বাজারে নাগরিকদের অগ্রাধিকার দিতে সৌদিতে ছয় প্রকল্প


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১৪ আগস্ট ২০১৬

শ্রম বাজারসহ বিভিন্ন ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের অগ্রাধিকার দিতে ছয়টি গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করছে সৌদি আরব। সৌদি নাগরিকদের কর্মক্ষেত্রে অধিক পরিমাণে নিয়োগের লক্ষ্যে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।

মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, স্থানীয়দের ওপর নির্ভরশীল ক্ষেত্রগুলোতে স্থানীয়দের নিয়োগে প্রাধান্য দেয়া হবে। প্রযুক্তিগত ও কারিগরি বিশেষজ্ঞদের সমর্থনে পেশাদারী পরীক্ষার সৌদি নাগরিকদের নিয়োগ হবে।

বিদেশিদের নিয়োগে খরচ হ্রাস, চাকরি ক্ষেত্রে সৌদি নাগরিকদের বেশি নিয়োগসহ কর্মসংস্থানে মধ্যস্থাকারী প্রতিষ্ঠানগুলো কী ধরনের দায়িত্ব পালন করবে বর্তমানে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। এরপরই ওই ছয় প্রকল্প সুষম বণ্টনের মাধ্যমে বাস্তবায়ন করবে সৌদি কর্তৃপক্ষ।  

সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলছে, শিগগিরই এসব প্রকল্পের বিষয়ে ঘোষণা দেয়া হবে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।