ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বিতর্কিত প্রাচীর


প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৩ আগস্ট ২০১৬

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল একটি প্রাচীর নির্মাণের কাজ শুরু করেছে প্রায় ১৪ বছর আগে। সেই সময় আত্মঘাতী বোমা হামলার ঘটনার প্রেক্ষিতে ইসরায়েল এই প্রাচীর নির্মাণ শুরু করে।

মাত্র ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে এবং নির্মাণ কাজ এখনও চলছে। জাতিসংঘ বলছে, পরিকল্পনা অনুযায়ী এই প্রাচীরের ৮৫ ভাগ ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্য দিয়ে গেছে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এই প্রাচীর নির্মাণকে অবৈধ ঘোষণা করেছে।

ফিলিস্তিনের ভূখণ্ড থেকে ইসরায়েলকে আলাদা করছে এই প্রাচীর। অনেক ইসরায়েলি মনে করেন, এই প্রাচীর নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু ফিলিস্তিনিদের কাছে এটি ভূমি দখল ও শাসনের একটি প্রতীক।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।