কানাডায় প্রথম জিকা ভাইরাসে আক্রান্ত শিশুর জন্ম


প্রকাশিত: ০৯:৩০ এএম, ১৩ আগস্ট ২০১৬

কানাডায় প্রথম জিকা ভাইরাসে আক্রান্ত এক শিশুর জন্ম হয়েছে। সদ্যজাত ওই শিশুটি জিকা ভাইরাসের কারণে মাইক্রোসেফেলি রোগে আক্রান্ত হয়েছে।

মাইক্রোসেফেলি এমন একটি রোগ যে রোগের কারণে সদ্যজাত শিশুর মাথা অপেক্ষাকৃত ছোট হয়। এতে শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
 
কানাডার পাবলিক হেলথ এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, জিকায় আক্রান্ত ওই নবজাতকের মারাত্মক স্নায়ুবিক সমস্যা দেখা দিয়েছে।  

দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও (হু) জিকা আক্রান্ত শিশুর জন্মের বিষয়টি নিশ্চিত করেছে। তবে ওই শিশুর মা কোথায় এবং কীভাবে এই ভাইরাসে আক্রান্ত হলেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি হু।

তবে কানাডায় এটাই জিকা ভাইরাসে আক্রান্তের প্রথম ঘটনা নয়। দেশটিতে এর আগেও আরো এক ব্যক্তি জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক গর্ভবতী নারী অন্য দেশে ভ্রমণের কারণে এ রোগে আক্রান্ত হয়েছেন। তার মাধ্যমেই তার সদ্যজাত শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, ওই শিশুর শারীরিক অবস্থা ভালো আছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।