যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টিপাত-বন্যায় ২ জনের মৃত্যু


প্রকাশিত: ০৮:৫১ এএম, ১৩ আগস্ট ২০১৬

যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ২ জনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে আরো দু’জন আহত হয়েছে। লুসিয়ানা এবং মিসিসিপি অঙ্গরাজ্যে ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ওই এলাকার বহু মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।

গত দু’দিনের প্রবল বর্ষণের কারণে লুসিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ড ওই রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন। দুর্যোগের কারণে ওই এলাকার স্কুল-কলেজ, সরকারি অফিস এবং রাস্তা-ঘাট বন্ধ ঘোষণা করা হয়েছে।

দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস দক্ষিণাঞ্চলীয় মিসিসিপি এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লুসিয়ানা রাজ্য ছাড়াও নিউ ওরলিনসে আকস্মিক বন্যার পূর্বাভাস প্রদান করেছে।

এর আগে গত মার্চেই ভয়াবহ বন্যায় ওই দুই রাজ্যে চার জনের মৃত্যু হয়েছিল। সেসময় বন্যার কারণে কয়েক হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।