আফ্রিকায় কলেরায় ১৬ জনের মৃত্যু


প্রকাশিত: ০৬:৩৫ এএম, ১৩ আগস্ট ২০১৬

কলেরায় আক্রান্ত হয়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (সিএআর) ১৬ জনের মৃত্যু হয়েছে। পাঁচ বছর আগে দেশটিতে কলেরার প্রকোপে ২০ জনের মৃত্যু হয়েছিল। পাঁচ বছর পর আবার কলেরার প্রকোপে এত মানুষের মৃত্যু হলো। শুক্রবার ইউনিসেফের এক রিপোর্টে কলেরায় মৃতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটি বলছে, বুধবার দেশটিতে কলেরার প্রাদুর্ভাবের ঘোষণা দেয়ার পর থেকে আইবানগুই নদীর কাছাকাছি এলাকায় ৬৬ জন কলেরায় আক্রান্ত হয়েছে বলে রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার কলেরায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ১০। এরপর শুক্রবার এই সংখ্যা বেড়ে ১৬তে দাঁড়িয়েছে ।

ছোট শিশুরা বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুরা এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে।

রাজধানী বানগুই থেকে ১শ কিলোমিটার দূরবর্তী প্রত্যন্ত এলাকা ডিজৌকোতে প্রথম কলেরার প্রাদুর্ভাব দেখা গেছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।