মানুষ মারার রাজনীতি বন্ধ করতে হবে: এরশাদ


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ১৯ জানুয়ারি ২০১৫

অবরোধ ও হরতাল ডেকে সহিংসতার মাধ্যমে মানুষ মারার রাজনীতি থেকে সরে আসতে হবে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসাইন মুহাম্মদ এরশাদ।

সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হরতাল-অবরোধে পেট্রোল বোমা ও আগুনে দগ্ধদের দেখতে এসে একথা বলেন তিনি।

হুসাইন মুহাম্মদ এরশাদ বলেন, বর্তমানে নিজেকে একজন রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিতে আমার খুবই লজ্জাবোধ হয়। এ লজ্জা সবার মধ্যে থাকতে হবে।

তিনি বলেন, আমরা জনগণের রাজনীতি করি। মানুষ পোড়ানোর রাজনীতি করি না। যারা মানুষ পুড়িয়ে রাজনীতি করে তাদের সাথে জনগণ নেই। এই সহিংস রাজনীতি থেকে জনগণ মক্তি চায়।

এরশাদ বলেন, সহিংসতা করে মানুষ পুড়ে মারলে কানো সমাধান পাওয়া যাবে না। এর জন্য আলোচনায় বসতে হবে। আগামীতে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে জনগণ আর তা মেনে নেবে না।

বিএ


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।